সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

বঙ্গভবনে মানবতার মা,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা,বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী #শেখহাসিনার সাথে গনভবনে সাক্ষাৎ করেন

#দেবিদ্বার আওয়ামীলীগের ক্রান্তি কালের বীর সেনানী..অসহায় নির্জাতিত, নিপিড়িত কর্মিদের, বুকে আগলে নেয়া,শত অত্যাচার নির্জাতন হামলা মামলা মাথাপেতে নিয়েও যে দল ছেড়ে, দলের কর্মিদের ছেড়ে চলে যায়নি..সেই কর্মিবান্ধব নেতা,কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ম সাধারন সম্পাদক ঃজননেতা আলহাজ্জ্ব #রৌশনআলী মাষ্টার, বঙ্গভবনে মানবতার মা,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা,বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী #শেখহাসিনার সাথে গনভবনে সাক্ষাৎ করে..উনার আশির্বাদ ও সবুজ সংকেত নিয়ে...আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে.. নিজ নির্বাচনি এলাকা,কুমিল্লা ৪দেবিদ্বারে ব্যাপক গনসংযোগ ও প্রচার প্রচারনা চালাচ্ছেন।



#এবং আলহাজ্জ্ব রৌশনআলী মাষ্টার দেবিদ্বার আওয়ামীলীগের স্বর্বস্তরের নেতা কর্মিদের আহ্বান যানিয়েছেন..ব্যাক্তি না, নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজকরতে,এবং অতিতের সকল তিক্ততা ভুলে কাধে কাঁধ মিলিয়ে..নৌকার পক্ষে, আওয়ামীলীগ সরকারের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে নিজেকে উজার করে দিন। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।জয়বাংলা।



বিদ্যা-বুদ্ধি , মানি ও কনি এই তিনটি যার আছে তিনি রাজনীতিতে পারফেক্ট। আর এই তিনটি গুনের পরিপূর্ণ অধিকারী জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাষ্টারের আছে। বি এন পির মঞ্জুরুল আহসান মুন্সীর সাথে প্রতিযোগিতা
করে এবং আচরনের পাল্টা জবাব দিয়ে নৌকা মার্কার বিজয় ছিনিয়ে আনতে হলে রোশন আলী মাস্টারের মতো শক্তিশালী প্রার্থী দরকার ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন