আমি ১/১১ প্রেক্ষাপটের আন্দোলন এর কথা বলছি।
বাংলাদেশের প্রতিটি উপজেলায় যখন আওয়ামীলীগ এর নেতৃত্বে আন্দোলন চরম সফলতার দ্বারপ্রান্তে, ঠিক তখনি দেবিদ্বার নিউমার্কেট চত্বরটি সাবেক সংসদ মঞ্জুরুল আহসান মুন্সী উনার নেতা কর্মী সমর্থক নিয়ে যক্ষের ধনের মত আগলে ধরে বসে আছেন । ঠিক তখনি "জয় বাংলা- জয় বঙ্গবন্ধু শ্লোগানে প্রকম্পিত করে বারেররা দিক হতে বাংলাদেশ আওয়ামীলীগ এর একটি মিছিল আসছিল আর এর নেতৃত্বে ছিলেন সময়ের "টিপু সুলতান,দেবিদ্বার আওয়ামীলীগ এর আশার আলো,এই এলাকার আপামর জনসাধারনের বড়পুত্র আলহাজ্ব রৌশন আলী মাষ্টার। আমি ১/১১ প্রেক্ষাপটের আন্দোলন এর কথা বলছি। আমার বিশ্বাস বর্তমানে নানা চড়াই উতরাই পার করেও এখনো দেবিদ্বার আওয়ামীলীগ এর একজন সত্যিকারের সুহৃদ,শুভাকাংখী এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত রৌশন আলী মাষ্টার।আগামী দেবিদ্বারের উন্নায়ন ও মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার উন্নায়ন পরিকল্পনার অংশ হয়ে নিজেকে উজার করে ধরা এবং দলের প্রয়োজনে সকল ত্যগে বলিয়ান এই নেতাকে জানাই মুজিবিয় শুভেচ্ছা ও অভিনন্দন।জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন