বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

বাংলাদেশের জনগণের দান এবারের সফরে অনেক সম্মান পেয়েছি।


এবারের সফরে অনেক সম্মান পেয়েছি, এ সম্মান দেশ ও দেশের মানুষের। যত অর্জন তা বাংলাদেশের জনগণের দান, সুযোগ দিয়েছে বলেই এতো সাফল্য। 

-- জননেত্রী শেখ হাসিনা আলহাজ্ব রোশন মাষ্টার ,দেবিদ্বার,কুমিল্লা-৪,





রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

ইলিয়টগঞ্জ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টারের নেতা কর্মীরা আনন্দ মিছিল ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের চট্টগ্রাম বিভাগের সফরে সাধারণ সম্পাদক যোগাযোগ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি , যুগ্ন সাধারন সম্পাদক জনাব মাহবুব উল আলম হানিফ এমপি , সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল হক শামীম সহ গাড়ি বহরের সকল নেতারা একসাথে খাবার খাচ্ছেন , পাশে আছেন দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার।


আজ ইলিয়টগঞ্জ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে ইলিয়টগঞ্জ মহাসড়কে দেবিদ্বারের আওয়ামী লীগের দুঃসময়ের একমাত্র কাণ্ডারী খ্যাত নেতা জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টারের নেতা কর্মীরা আনন্দ মিছিল ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের কে ঢাকা শনির আখড়া মেঘনা টাওয়ারের সামনে থেকে দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা জনাব রোশন আলী মাস্টারের সমর্থনে নেতাকর্মীরা বিশাল বড় ব্যানার এবং ফেস্টুন নিয়ে স্বাগত জানানো হয় ।




সারা বাংলার মুক্তিযোদ্ধা সন্তানদের অভিভাবক মোঃ হুমায়ুন কবির ভাইয়ের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আগমন উপলক্ষে ইলিয়াটগঞ্জ দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টারের বিশাল বড় আনন্দ মিছিল।

চট্টগ্রাম বিভাগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পথসভায় বিভিন্ন প্রোগ্রামে নেতাদের পাশে দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার গোল চিহ্ন , গতকাল সারাদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের গাড়ি বহরের সাথে ছিল মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার।
ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে , আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার এর বিশাল বড় বিলবোর্ড স্বাগত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদেরকে ।
ইলিয়াটগঞ্জ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব বাহাউদ্দিন বাহার এমপি'র সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

আমি রাজনীতি করি দেবিদ্বার বাসীর উন্নয়নের স্বার্থে, নেতা নয় কর্মী হয়ে কাজ করতে চাই : রোশন আলী মাষ্টার

দেবিদ্বার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার গত ১১ সেপ্টেম্বর ঢাকাস্থ ‘‘আমাদের দেবিদ্বার’’ অফিস পরিদর্শনকালে ‘‘আমাদের দেবিদ্বার’’ এর সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে তিনি এসব কথা বলেন।



রোশন আলী মাষ্টান আমাদের দেবিদ্বার এর সাংবাদিকদের বলেন, আপনারা সকল সাংবাদিকবৃন্দ মিলে-মিশে দেশের সামগ্রিক উন্নয়ন ‘‘আমাদের দেবিদ্বার’’ পত্রিকার মাধ্যমে দেবিদ্বারসহ দেশ বাসীর নিকট তুলে ধরেন, আপনারা সাংবাদিকবৃন্দ আপনাদের লিখনের মাধ্যমে যদি মাননীয় প্রধান মন্ত্রী’র দেশের মানুষের জন্য উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনা সম্ভব হবে। আসন্ন একাদশ নির্বাচনে আমি দেবিদ্বার নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশী। যদি মাননীয় প্রধান মন্ত্রী আমার নেত্রী শেখ হাসিনার ইচ্ছা ও দলের সিদ্ধান্তে মনোনয়ন পাই তাহলে আপনাদের সেবা আরো ভালোভাবে করতে পারবো।

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

মহিলা কলেজের 'বঙ্গবন্ধু' ভবন উদ্বোধন এর সময়... ।অনুষ্ঠান ও পরবর্তী মতবিনিময় কালে।

#চান্দিনায় শতভাগ বিদ্যুতায়ন ও চান্দিনা মহিলা কলেজের 'বঙ্গবন্ধু' ভবন উদ্বোধন এর সময়... মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড.আনিসুল হক,ও সাবেক ডেপুটি স্পিকার ও ,অধক্ষ্য আলী আসরাফ এমপি,সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে।অনুষ্ঠান ও পরবর্তী মতবিনিময় কালে।

#উন্নয়নের ধারা..অব্যাহত রাখতে..জননেত্রী শেখহাসিনার বিকল্প নাই। তাই আগামী জাতীয় নির্বাচনে..শেখ হাসিনার মার্কা,উন্নয়নের মার্কা "নৌকায়" ভোটদিন।
--আলহাজ্জ্ব #রোশনআলী মাষ্টার (যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা উঃজেলা আওয়ামীলীগ)

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেবিদ্বার, কুমিল্লা-৪, আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব রোশন আলী মাষ্টার।

আজ সকলকে যানাতে চাই, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার দোয়া ও অনুমতি নিয়ে ---আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেবিদ্বার, কুমিল্লা-৪, আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি আলহাজ্ব রোশন আলী মাষ্টার। আপনাদের সকলের দোয়া প্রার্থী---
এলাকার উন্নয়নে ও জনগণের কল্যাণে আমি কাজ করে যেতে চাই, সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারি॥
 

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

বঙ্গভবনে মানবতার মা,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা,বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী #শেখহাসিনার সাথে গনভবনে সাক্ষাৎ করেন

#দেবিদ্বার আওয়ামীলীগের ক্রান্তি কালের বীর সেনানী..অসহায় নির্জাতিত, নিপিড়িত কর্মিদের, বুকে আগলে নেয়া,শত অত্যাচার নির্জাতন হামলা মামলা মাথাপেতে নিয়েও যে দল ছেড়ে, দলের কর্মিদের ছেড়ে চলে যায়নি..সেই কর্মিবান্ধব নেতা,কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ম সাধারন সম্পাদক ঃজননেতা আলহাজ্জ্ব #রৌশনআলী মাষ্টার, বঙ্গভবনে মানবতার মা,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা,বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী #শেখহাসিনার সাথে গনভবনে সাক্ষাৎ করে..উনার আশির্বাদ ও সবুজ সংকেত নিয়ে...আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে.. নিজ নির্বাচনি এলাকা,কুমিল্লা ৪দেবিদ্বারে ব্যাপক গনসংযোগ ও প্রচার প্রচারনা চালাচ্ছেন।



#এবং আলহাজ্জ্ব রৌশনআলী মাষ্টার দেবিদ্বার আওয়ামীলীগের স্বর্বস্তরের নেতা কর্মিদের আহ্বান যানিয়েছেন..ব্যাক্তি না, নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজকরতে,এবং অতিতের সকল তিক্ততা ভুলে কাধে কাঁধ মিলিয়ে..নৌকার পক্ষে, আওয়ামীলীগ সরকারের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে নিজেকে উজার করে দিন। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।জয়বাংলা।



বিদ্যা-বুদ্ধি , মানি ও কনি এই তিনটি যার আছে তিনি রাজনীতিতে পারফেক্ট। আর এই তিনটি গুনের পরিপূর্ণ অধিকারী জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাষ্টারের আছে। বি এন পির মঞ্জুরুল আহসান মুন্সীর সাথে প্রতিযোগিতা
করে এবং আচরনের পাল্টা জবাব দিয়ে নৌকা মার্কার বিজয় ছিনিয়ে আনতে হলে রোশন আলী মাস্টারের মতো শক্তিশালী প্রার্থী দরকার ।


বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন

আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন , দেবিদ্বারে আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার কে এমপি হিসেবে দেখতে চাই।





দেবিদ্বার আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী, ত্যাগী,নির্জাতিত,কর্মিবান্ধব নেতা,কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ম সাধারন সম্পাদক,জননেতা #আলহাজ্ব রৌশনআলী মাষ্টার, তার নির্বাচনি এলাকা কুমিল্লা ৪ দেবিদ্বারে, নৌকার পক্ষে ব্যাপক প্রচার প্রচারনা চালাচ্ছেন, এবং আওয়ামীলীগের সকল নেতাকর্মী দের আহ্বান জানিয়েছেন, সমস্ত ভেদাভেদ ভুলে..নৌকার জন্যে এক হতে। জয়বাংলা।

মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ জাহাঙ্গির আলম সরকার এর সাথে দেবিদ্বারের গণ মানুষের প্রাণ প্রিয় নেতা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার

শনিবার, ১৮ আগস্ট, ২০১৮

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে মিলাদ মাহফিল।

# হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে, "ঢাকাস্ত দেবিদ্বার আওয়ামীলীগ ও সহযোগী সঙ্গঠনের নেতৃবৃন্দের" আয়োজনে,এবং'#স্বপ্নবাজ তরুন সংঘের"সৌজন্যে, আয়োজিত আলোচনা সভা মিলাদ মাহফিল ও তবারুক বিতরন অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সফল হয়েছে। তারজন্য আল্লাহর দরবারে শুকরিয়া,এবং সেচ্ছাসেবী দের প্রতি কৃতজ্ঞতা।

#উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বারের গনমানুষের নেতা,কুমিল্লা উঃজেলা আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ম সাধারন সম্পাদক #আলহাজ্ব রোশনআলী মাষ্টার।
এবং আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব মোস্তফা কামাল(সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ৯নং গুনাইঘর ইউনিয়ন) জনাব ইন্জিঃ জাকির হোসেন(সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা উঃ তাঁতী লীগ) সহ যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,ওসহোযোগী সঙ্গঠনের নেতৃবৃন্দ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে, আলোচনা সভা ও মিলাদ মাহফিল ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে, আলোচনা সভা ও মিলাদ মাহফিল , ঢাকা শনিআখরা মেঘনা টাওয়ার ।
#প্রধান অতিথিঃ আলহাজ্জ্ব রোশনআলী মাষ্টার। (যুগ্ম সাধারন সম্পাদক, কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগ)
#বিশেষ অতিথিঃ মোঃহুমায়ুন কবির।(সভাপতি, আমরা মুক্তিযোদ্বার সন্তান, কেন্দ্রীয় কমিটি,)
#সভাপতিঃ মোহাম্মদ উল্লাহ।(আহ্বায়ক, স্বপ্নবাজ তরুন সংঘ)
#আয়োজনেঃ ঢাকাস্থ দেবিদ্বার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
#সহযোগীতায়ঃ 'স্বপ্নবাজ তরুন সংঘ'
#স্থানঃ শনিরআখড়া 'মেঘনা টাওয়ার।

সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

১৫ই আগষ্ট জাতিয় শোক দিবস যথাযথ ভাবগাম্ভির্যের সাথে পালনের উদ্দশ্যে..পরামর্শ সভা।

#১৫ই আগষ্ট জাতিয় শোক দিবস যথাযথ ভাবগাম্ভির্যের সাথে পালনের উদ্দশ্যে..পরামর্শ সভা।
#দেবিদ্বারের গনমানুষের নেতা,কুমিল্লা [উঃ]জেলা আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ম সাধারন সম্পাদক, আলহাজ্জ্ব রৌশনআলী মাষ্টার এর অফিসে, আমরা '#স্বপ্নবাজ তরুণ সংঘ'

শনিবার, ১১ আগস্ট, ২০১৮

রোশনআলী মাষ্টারের শুভ জন্মদিনে.

#জন্মদিনের শুভেচ্ছা.. 💚💚
#দেবিদ্বারের গর্ব,বিশিষ্ট শীল্পপতি ও সমাজ সেবক,শিক্ষানুরাগী, পরিচ্ছন্ন রাজনিতিবিদ,,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,জননেত্রীর আস্তাভাজন,দেবিদ্বার আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী,কুমিল্লা(উঃ)জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, #আলহাজ্ব রোশনআলী মাষ্টারের শুভ জন্মদিনে...
জানাই শুভেচ্ছা ওঅভিনন্দন..🌻🌻এবং উনার সু স্বাস্থ্য ও দির্ঘায়ু কামনাকরি..💚💚💚

সৌজন্যে সাক্ষাৎ করেন দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা জনাব মোঃ রোশন আলী মাস্টার।

মাননীয় রেলমন্ত্রী মুজিবুল হক এর অফিসে সৌজন্যে সাক্ষাৎ করেন দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা জনাব মোঃ রোশন আলী মাস্টার।
Roshan Ali Master
দেবিদ্বারে যেভাবে ক্ষমতার এবং ক্ষমতা পাবার লড়াই চলছে, তার শেষ কোথায় কেউ জানেনা। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৫/ ৭ জন নেতার মধ্যে কাকে জননেত্রী শেখ হাসিনা বেছে নেন তাও কারো জানা নেই। মত প্রকাশের স্বাধীনতায় যে যার মতো করে বিভিন্ন নেতাদের হাইলাইট করে যাচ্ছেন। এটি মন্দ নয়। 
তবে নেত্রীর তদন্ত রিপোর্টে যারা এগিয়ে রয়েছেন বলে সূত্রমতে জানা যায়, তাদের অন্যতম একজন  রোশন আলী মাষ্টার সাহেব।

শনিবার, ৪ আগস্ট, ২০১৮

দেবিদ্বারের মাটি ও মানুষের নয়নের মণি গরিব মেহনতি মানুষের বন্ধু ।

দেবিদ্বারের মাটি ও মানুষের নয়নের মণি গরিব মেহনতি মানুষের বন্ধু তরুণ প্রজেন্মর অহংকার গণ মানুষের প্রাণ প্রিয় নেতা আওয়ামী লীগের দুঃসময়ের একমাত্র কাণ্ডারী খ্যাত নেতা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার এবং একমুহূর্তে দেবিদ্বারের আলোকিত ব্যক্তি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জনাব আবুল কালাম আজাদ।

সোমবার, ৩০ জুলাই, ২০১৮

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে শাপলা কাব আ্যওয়ার্ড গ্রহণ করেছেন তাপসী রাবেয়া ।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ রোশন আলী মাস্টারের ছোট মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে শাপলা কাব আ্যওয়ার্ড গ্রহণ করেছেন তাপসী রাবেয়া , সবাই তাপসী রাবেয়ার জন্য দোয়া করবেন।




রবিবার, ২৯ জুলাই, ২০১৮

দেবিদ্বারে নৌকা মার্কা নিয়ে আসিতেছে প্রকৃত আওয়ামী লীগের নেতারা।



নৌকা মার্কা নিয়ে আসিতেছে প্রকৃত আওয়ামী লীগের নেতারা। সবাই প্রস্তুত থাকো স্বতন্ত্র এবং হাইব্রিড নেতাদের কে দেবিদ্বার থেকে তাড়াতে হবে । দেবিদ্বারে এবার জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন নেতারাই পাবে নৌকা মার্কা । যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার

আমি ১/১১ প্রেক্ষাপটের আন্দোলন এর কথা বলছি।

বাংলাদেশের প্রতিটি উপজেলায় যখন আওয়ামীলীগ এর নেতৃত্বে আন্দোলন চরম সফলতার দ্বারপ্রান্তে, ঠিক তখনি দেবিদ্বার নিউমার্কেট চত্বরটি সাবেক সংসদ মঞ্জুরুল আহসান মুন্সী উনার নেতা কর্মী সমর্থক নিয়ে যক্ষের ধনের মত আগলে ধরে বসে আছেন ।
ঠিক তখনি "জয় বাংলা- জয় বঙ্গবন্ধু শ্লোগানে প্রকম্পিত করে বারেররা দিক হতে বাংলাদেশ আওয়ামীলীগ এর একটি মিছিল আসছিল আর এর নেতৃত্বে ছিলেন সময়ের "টিপু সুলতান,দেবিদ্বার আওয়ামীলীগ এর আশার আলো,এই এলাকার আপামর জনসাধারনের বড়পুত্র আলহাজ্ব রৌশন আলী মাষ্টার। আমি ১/১১ প্রেক্ষাপটের আন্দোলন এর কথা বলছি। আমার বিশ্বাস বর্তমানে নানা চড়াই উতরাই পার করেও এখনো দেবিদ্বার আওয়ামীলীগ এর একজন সত্যিকারের সুহৃদ,শুভাকাংখী এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত রৌশন আলী মাষ্টার।আগামী দেবিদ্বারের উন্নায়ন ও মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার উন্নায়ন পরিকল্পনার অংশ হয়ে নিজেকে উজার করে ধরা এবং দলের প্রয়োজনে সকল ত্যগে বলিয়ান এই নেতাকে জানাই মুজিবিয় শুভেচ্ছা ও অভিনন্দন।জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।।
২৭/০৭/২০১৮ইং

দেবিদ্বারের সকল নেতাকর্মীদের শ্রদ্ধা রেখে বলছি যে , আপনারা রাগ অভিমান ভুলে গিয়ে আওয়ামী লীগের দুঃসময়ের একমাত্র কান্ডারী , দেবিদ্বার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার এর পাশে থাকুন ।







দেবিদ্বারের সকল নেতাকর্মীদের শ্রদ্ধা রেখে বলছি যে , আপনারা রাগ অভিমান ভুলে গিয়ে ,দেবিদ্বারের আওয়ামী লীগের দুঃসময়ের একমাত্র কান্ডারী , দেবিদ্বার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার এর পাশে থাকুন ।
দেবিদ্বারের ছাত্রলীগ , যুবলীগ , স্বেচ্ছাসেবক লীগ , কৃষক লীগ , মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সকল সংগঠনের নেতা কর্মীরা এক হয় । আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টারের প্রচার-প্রচারণা চালানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি । দেবিদ্বারের প্রতিটি ইউনিয়ন , প্রতিটি গ্রামে পাড়া-মহল্লায় সব জায়গায় , অনুসন্ধান ( জরিপ ) করে দেখা গেছে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি আলহাজ্ব মোঃ রোশন আলী মাষ্টার , দেবিদ্বারের প্রতিটি সচেতন নাগরিক এবং খেটে খাওয়া মানুষ আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টারকে এমপি হিসেবে দেখতে চায় , দেবিদ্বার থেকে সন্ত্রাসী , চাঁদাবাজি , টেন্ডারবাজি , মাদক বন্ধ করতে এবং দেবিদ্বার কে আধুনিক উন্নত দেবিদ্বার দেখতে হলে , আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার এর বিকল্প নাই । আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার এমপি হলে দেবিদ্বারে প্রতিটি নাগরিক যে কোন সময় যেকোনো সমস্যার জন্য সব সময় আলহাজ্ব মোঃ মাস্টারকে পাশে পাবে , আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টারেই একমাত্র ব্যক্তি যে সব সময় দেবিদ্বারের সাধারণ মানুষের কথা চিন্তা করে , আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার এমপি হলে দেবিদ্বারের প্রতিটি নাগরিক নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারবে , বঙ্গবন্ধুর কন্যা , মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে প্রকৃত আওয়ামী লীগের নেতা আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার কে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে এমপি হিসাবে পেতে চাই ,