কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ রোশন আলী মাস্টারের ছোট মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে শাপলা কাব আ্যওয়ার্ড গ্রহণ করেছেন তাপসী রাবেয়া , সবাই তাপসী রাবেয়ার জন্য দোয়া করবেন।
সোমবার, ৩০ জুলাই, ২০১৮
রবিবার, ২৯ জুলাই, ২০১৮
দেবিদ্বারে নৌকা মার্কা নিয়ে আসিতেছে প্রকৃত আওয়ামী লীগের নেতারা।
আমি ১/১১ প্রেক্ষাপটের আন্দোলন এর কথা বলছি।
বাংলাদেশের প্রতিটি উপজেলায় যখন আওয়ামীলীগ এর নেতৃত্বে আন্দোলন চরম সফলতার দ্বারপ্রান্তে, ঠিক তখনি দেবিদ্বার নিউমার্কেট চত্বরটি সাবেক সংসদ মঞ্জুরুল আহসান মুন্সী উনার নেতা কর্মী সমর্থক নিয়ে যক্ষের ধনের মত আগলে ধরে বসে আছেন ।
ঠিক তখনি "জয় বাংলা- জয় বঙ্গবন্ধু শ্লোগানে প্রকম্পিত করে বারেররা দিক হতে বাংলাদেশ আওয়ামীলীগ এর একটি মিছিল আসছিল আর এর নেতৃত্বে ছিলেন সময়ের "টিপু সুলতান,দেবিদ্বার আওয়ামীলীগ এর আশার আলো,এই এলাকার আপামর জনসাধারনের বড়পুত্র আলহাজ্ব রৌশন আলী মাষ্টার। আমি ১/১১ প্রেক্ষাপটের আন্দোলন এর কথা বলছি। আমার বিশ্বাস বর্তমানে নানা চড়াই উতরাই পার করেও এখনো দেবিদ্বার আওয়ামীলীগ এর একজন সত্যিকারের সুহৃদ,শুভাকাংখী এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত রৌশন আলী মাষ্টার।আগামী দেবিদ্বারের উন্নায়ন ও মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার উন্নায়ন পরিকল্পনার অংশ হয়ে নিজেকে উজার করে ধরা এবং দলের প্রয়োজনে সকল ত্যগে বলিয়ান এই নেতাকে জানাই মুজিবিয় শুভেচ্ছা ও অভিনন্দন।জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।।
২৭/০৭/২০১৮ইং
ঠিক তখনি "জয় বাংলা- জয় বঙ্গবন্ধু শ্লোগানে প্রকম্পিত করে বারেররা দিক হতে বাংলাদেশ আওয়ামীলীগ এর একটি মিছিল আসছিল আর এর নেতৃত্বে ছিলেন সময়ের "টিপু সুলতান,দেবিদ্বার আওয়ামীলীগ এর আশার আলো,এই এলাকার আপামর জনসাধারনের বড়পুত্র আলহাজ্ব রৌশন আলী মাষ্টার। আমি ১/১১ প্রেক্ষাপটের আন্দোলন এর কথা বলছি। আমার বিশ্বাস বর্তমানে নানা চড়াই উতরাই পার করেও এখনো দেবিদ্বার আওয়ামীলীগ এর একজন সত্যিকারের সুহৃদ,শুভাকাংখী এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত রৌশন আলী মাষ্টার।আগামী দেবিদ্বারের উন্নায়ন ও মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার উন্নায়ন পরিকল্পনার অংশ হয়ে নিজেকে উজার করে ধরা এবং দলের প্রয়োজনে সকল ত্যগে বলিয়ান এই নেতাকে জানাই মুজিবিয় শুভেচ্ছা ও অভিনন্দন।জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।।
২৭/০৭/২০১৮ইং
দেবিদ্বারের সকল নেতাকর্মীদের শ্রদ্ধা রেখে বলছি যে , আপনারা রাগ অভিমান ভুলে গিয়ে আওয়ামী লীগের দুঃসময়ের একমাত্র কান্ডারী , দেবিদ্বার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার এর পাশে থাকুন ।
দেবিদ্বারের সকল নেতাকর্মীদের শ্রদ্ধা রেখে বলছি যে , আপনারা রাগ অভিমান ভুলে গিয়ে ,দেবিদ্বারের আওয়ামী লীগের দুঃসময়ের একমাত্র কান্ডারী , দেবিদ্বার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, জনাব আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার এর পাশে থাকুন ।
দেবিদ্বারের ছাত্রলীগ , যুবলীগ , স্বেচ্ছাসেবক লীগ , কৃষক লীগ , মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সকল সংগঠনের নেতা কর্মীরা এক হয় । আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টারের প্রচার-প্রচারণা চালানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি । দেবিদ্বারের প্রতিটি ইউনিয়ন , প্রতিটি গ্রামে পাড়া-মহল্লায় সব জায়গায় , অনুসন্ধান ( জরিপ ) করে দেখা গেছে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি আলহাজ্ব মোঃ রোশন আলী মাষ্টার , দেবিদ্বারের প্রতিটি সচেতন নাগরিক এবং খেটে খাওয়া মানুষ আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টারকে এমপি হিসেবে দেখতে চায় , দেবিদ্বার থেকে সন্ত্রাসী , চাঁদাবাজি , টেন্ডারবাজি , মাদক বন্ধ করতে এবং দেবিদ্বার কে আধুনিক উন্নত দেবিদ্বার দেখতে হলে , আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার এর বিকল্প নাই । আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার এমপি হলে দেবিদ্বারে প্রতিটি নাগরিক যে কোন সময় যেকোনো সমস্যার জন্য সব সময় আলহাজ্ব মোঃ মাস্টারকে পাশে পাবে , আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টারেই একমাত্র ব্যক্তি যে সব সময় দেবিদ্বারের সাধারণ মানুষের কথা চিন্তা করে , আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার এমপি হলে দেবিদ্বারের প্রতিটি নাগরিক নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারবে , বঙ্গবন্ধুর কন্যা , মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে প্রকৃত আওয়ামী লীগের নেতা আলহাজ্ব মোঃ রোশন আলী মাস্টার কে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে এমপি হিসাবে পেতে চাই ,
লোকেশন:
Debddwar Rd, Comilla, Bangladesh
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)